পঞ্চগড়ে দেশীয় অস্ত্র ও মাইক্রোবাসসহ ৩ ডাকাত আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০ এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় দেশীয় অস্ত্র ও মাইক্রোবাসসহ তিন ডাকাত সদস্যকে আটক করেছে বোদা থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে বোদা পৌরসভার সিপাইপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার গভীর রাতে বোদা পৌরসভার সিপাইপাড়া এলাকায় ৬/৭ জন ডাকাত ডাকাতির প্রস্তুতির সময় ৩ জন ডাকাতকে আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। এসময় বাকী ডাকাত সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ডাকাতরা হল, তেঁতুলিয়া উপজেলার পশ্চিম বোয়ালমারী এলাকার বিকাশ বর্মনের ছেলে উদয় বর্মন (২৪), একই উপজেলার মাথাফাঁটা এলাকার সফিকুল ইসলামের ছেলে সাদেকুল ইসলাম (১৮) ও আজিজনগর এলাকার নুরুল ইসলামের ছেলে মাইক্রোবাস চালক নাহিদ ইসলাম (১৯)। পুলিশ ও স্থানিয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে দেশীয় অস্ত্রসহ মাইক্রোবাস যোগে ৬ থেকে ৭ জনের একটি ডাকাতদল বোদা পৌরসভার সিপাইপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সেখানে একটি দোকানের তালা ভাঙার সময় স্থানীয় অধিবাসী দেখে ফেলে চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয়ে মাইক্রোবাসটি ঘেরাও করে ফেলে। এ সময় বাকিরা পালিয়ে গেলেও চালকসহ তিন জনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের বোদা থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ সময় তাদের কাছে ১টি ছোরা, ১টি তলোয়ার ও ১টি লগ কাটার প্লাস উদ্ধার করা হয়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো: আশরাফুজ্জামান ৩ ডাকাত আটকের ব্যাপারটি নিশ্চিত করে বলেন, আটককৃত ডাকাত দলের সদস্যদের কাছে পাওয়া দেশীয় অস্ত্র ও তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ ১ জন আটক পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বই মেলা শুরু পঞ্চগড়ে হোম কোয়ারেন্টাইনে ১৮৮ জন পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ১৩টি ঘরবাড়ি পুড়ে ছাই পঞ্চগড়ে ইমাম-মুয়াজ্জিনদের খাদ্য সহায়তা প্রদান পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু পঞ্চগড়ে সানি নামের এক শিশু পাওয়া গেছে পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু পঞ্চগড়ে করোনাকে জয় করলো ৩ যুবক ফেনসিডিলসহ দুই নারী আটক পঞ্চগড়ে ১০৫৭টি ঘর পেলো ভূমিহীন ও গৃহহীন পরিবার SHARES Matched Content অপরাধ বিষয়: ৩ ডাকাত আটকদেশীয় অস্ত্রপঞ্চগড়েমাইক্রোবাসসহ