নিজ দেশে ফিরে গেলেন আরও ১২২ ভারতীয় নাগরিক

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

অনলাইন ডেস্ক : বাংলাদেশে আটকে থাকা আরও ১২২ জন ভারতীয় নাগরিক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশ ফিরে গেছেন। শুক্রবার বেলা ১২টা নাগাদ ভারতীয় নাগরিকরা তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে নিজ দেশে ফিরে যান।

এর আগে বৃহস্পতিবার ১১৯ জন ভারতীয় নাগরিক এ পথে নিজ দেশে ফিরে যান বলে জানান আখাউড়া স্থল বন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ। এ নিয়ে দুই দিনে মোট ২৪১ জন ভারতীয় নাগরিক এ পথে নিজ দেশে ফিরে গেলেন।

বন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা বলেন, করোনা পরিস্থিতিতে বাংলাদেশে যেসব ভারতীয় নাগরিক আটকে ছিলেন ভারতীয় হাইকমিশনে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে দ্বিতীয় দফায় দ্বিতীয় দিনে ১২২ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দ্বিতীয় দফায় প্রথম দিনে ১১৯ জনসহ শুক্রবার দু’দিনে ২৪১ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে যান। গত ২৮ মে প্রথম দফায় ১০৬ জন পাসপোর্টধারী ভারতীয় নাগরিক এ পথে নিজ দেশে ফিরে যান।