মিলিটারি পুলিশের হাতে ২৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

অনলাইন ডেস্ক : রামু সেনানিবাসে কর্তব্যরত মিলিটারি পুলিশ তল্লাশি চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (২৯ জুন) পৃথক দুটি তল্লাশিতে ২০০০০ (বিশ হাজার) পিস ইয়াবা সহ মো: রফিক (২৭) ও ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা সহ মো: সাহিদ (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

সেনানিবাস সূত্রে জানা যায় যে, রামু- মরিচ্যা রোডে গমনাগমনকারী প্রতিটি যানবাহন সেনাবানিবাস সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় দুইটি চেকপোস্টে কর্তব্যরত মিলিটারি পুলিশ সদস্য কর্তৃক নিয়মিতভাবে তল্লাশি করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সকাল ০৮১০ ঘটিকায় এবং ১১৩৫ ঘটিকায় পৃথক দুটি তল্লাশিতে মরিচ্যা হতে রামুগামী সিএনজির ড্রাইভার মো: রফিক ও মো: সহিদকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের গতিবিধি সন্দেহজনক থাকায় মিলিটারি পুলিশ সদস্যরা সিএনজি তল্লাশি করে সন্দেহজনক প্যাকেট উদ্ধার করে। পরবর্তীতে প্যাকেটগুলো থেকে উল্লেখিত সংখ্যক ইয়াবা পাওয়া যায়।

আসামী মোঃ রফিক বান্দরবান জেলার কালঘাটা গ্রামের মৃত নুর মোহাম্মদের সন্তান এবং আসামী সাহিদ কক্সবাজার জেলার উখিয়া থানার মুহুরীপাড়া গ্রামের মো: রফিক উদ্দিন এর সন্তান। তারা উভয়ই দীর্ঘদিন যাবৎ মাদক চোরাচালানের সাথে সম্পৃক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মিলিটারি পুলিশ কর্তৃক আসামীদ্বয়কে আটককৃত সিএনজি ও ইয়াবা সহ র‍্যাব -১৫ এর নিকট হস্তান্তর করা হয়।