করোনায় মারা গেছেন ফেনীর সিভিল সার্জন

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

অনলাইন ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে ফেনীর সিভিল সার্জন ডা: সাজ্জাদ হোসেন (৫০) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহে ওয়া-ইন্নাইলাইহে রাজিউন)। মঙ্গলবার (৭ জুলাই) বিকাল ৫ টা ৪০ মিনিটে রাজধানীর আসগর আলী হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী ও এক মেয়ে রেখে যান সাজ্জাদ। তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম লেমুয়া গ্রামের দেয়াঞ্জি বাড়ির মাহবুবুল হকের ছেলে।

জানা গেছে, করোনা উপসর্গ দেখা দেয়ায় নমুনা দেন সিভিল সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেন। ১২ জুন শুক্রবার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে প্রেরিত প্রতিবেদনে তার করোনা পজেটিভ আসে। সেদিন থেকেই তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম লেমুয়া গ্রামের বাড়িতে ‘হোম আইসোলেশনে’ ছিলেন। শ্বাসকষ্ট বেড়ে গেলে ১৪ জুন রোববার দুপুরে ফেনী জেনারেল হাসপাতালে আইসোলেশনে ভর্তি হন তিনি।

অবস্থার অবনতি হলে ১৮ জুন রাজধানীর আসগর আলী হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। এরপর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ১ জুলাই ডা. সাজ্জাদ হোসেনকে ভেন্টিলেশনে নেওয়া হয়। সেখানে ৭ দিন তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত ৫ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিষ্ট ডা. রবিউল হালিম মুন্না।