পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আব্দুস সামাদ (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ১৯ জুলাই (শুক্রবার) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সামাদ মারা যান।

পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের জগদল বাজার এলাকার আফাজনগড় গ্রামে ওই ব্যবসায়ীর বাড়ি। সে উপজেলার খাসমহল গ্রামের নজমল হকের ছেলে। সে গোলামালের দোকান করতো।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে সে জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন। স্থানীয় ডাক্তারের পরামর্শে বাড়িতেই অবস্থান করে চিকিৎসা নিয়ে আসছিলেন। আজ সকালে তার জ্বর, সর্দি, কাশি বেড়ে গেলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন গত কয়েক বছর ধরে।

পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম জ্বর ও সর্দি কাশি নিয়ে আব্দুস সামাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গেল কয়েক দিন থেকে জ্বর ও সর্দি কাশি নিয়ে বাসায় ছিলেন। বাসায় থেকে সে স্থানীয় ডাক্তারের পরামর্শে বাড়িতেই অবস্থান করছিলেন। শুক্রবার হাসপাতালে তার মৃত্যু হয়েছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাফন সম্পন্ন হয়েছে।

এদিকে গত ১৩ জুন করোনা উপসর্গ নিয়ে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের দেহে করোনা পজিটিভ পাওয়া গেচ্ছে।

এনিয়ে জেলায় করোনায় মৃত্যুের সংখ্যা দাঁড়ালো তিনজনে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৮ জনে। এর মধ্যে ৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।