ফুলবাড়ী সীমান্তে নিজ রাইফেলে গুলিবিদ্ধ বিএসএফ সদস্য

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অসাবধানতার কারণে টহলরত অবস্থায় নিজ রাইফেলের গুলিতে গুরুতর আহত হয়েছেন ভারতীয় এক বিএসএফের সদস্য।

এ ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম অনন্তপুর সীমান্তের ওপারে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সাদেনেরকুটি সীমান্তে।

আহত ওই বিএসএফ সদস্যকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার। তবে আহত বিএসএফের নাম জানা জায়নি ।

অনন্তপুর সীমান্তের বসবাসকারী আব্দুল লতিফসহ অনেকেই জানান বুধবার সকাল সাড়ে নয়টার দিকে আন্তর্জাতিক ৯৪৬ মেইন পিলারের সাব পিলার ৪ এসের পাশ ভারতের সাদেনেরকুটি সীমান্তে আকস্মিক ভাবে গুলির শব্দ পাওয়া যায়। খোঁজ খবর নেয়ার পর শোনা যায় ভারতের ১৯২ ব্যাটালিয়নের বিএসএফের অধীনে ঝিকরী ক্যাম্পের টহলরত অবস্থায় এক বিএসএফের সদস্য অসাবধানতার কারণে তার হাতের রাইফেলটি পড়ে যায়। সেই রাইফেলটি মাটি থেকে তুলে হাতে নিতে গিয়ে গুলি ছোড়ে তার শরীরে লাগে। সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে অচেতন হয়ে পড়ে ওই সদস্য। পরে বিএসএফের গাড়ি এসে ঘটনাস্থল থেকে আহত বিএসএফ সদস্যকে উদ্ধার করে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব‌্যাট‌ালিয়নের কমান্ডার লে. কর্নেল এস এম তৌহিদ-উল-আলম জানান, টহলরত অবস্থায় বিএসএফের সদস্যের গুলিবিদ্ধ হওয়া খবর পেয়েছেন। পতাকা বৈঠকের পরে বিস্তারিত জানাবেন বলে বিএসএফ আমাদেরকে জানিয়েছেন।