হারাগাছায় ১০ জুয়াড়ি আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১ অনলাইন ডেস্ক ; রংপুরের হারাগাছায় জুয়া খেলার সময় সরঞ্জামসহ ১০ জুয়াড়িকে আটক করেছে আরপিএমপি থানা পুলিশ।শুক্রবার রাতে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার বালারঘাট ও মায়াবাজার চর চতুরা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কাউনিয়ার হারাগাছ পৌরসভার দোয়ানিটারী গ্রামের হিরু মিয়ার ছেলে খোকন মিয়া (২২), মায়াবাজার চর চতুরা গ্রামের মৃত মাসুদুর রহমানের ছেলে বিপুল মিয়া (৪৫), পূর্ব পাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আমিরুল ইসলাম (৩০), পশ্চিম মিয়া পাড়া গ্রামের সাইফুর রহমানের ছেলে শাহেন শাহ পবন (২৭), পাতাং তারই গ্রামের মৃত শোভারানী ছেলে জয়নাল আবেদীন (৩২), গংগাচড়া উপজেলার মরনেয়া আমদেব গ্রামের মৃত মোবারক আলীর ছেলে বকুল মিয়া (৫৫) মৌভাষা গ্রামের রনজু মিয়ার ছেলে নুরুজ্জামান (২৭), একই গ্রামের মৃত জমশেদ আলী ছেলে এরশাদ আলী (৪০), মৃত নাজিম উদ্দিনের ছেলে কামরুল হাসান (৪০), খলিফা বাজার গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে শাহ আলম (৫২)। হারাগাছ থানার এসআই জোতিষ চন্দ্র বর্মণ জানান, বেশ কয়েকজন যুবক থানার পৃথক পৃথক অজ্ঞাত স্থানে টাকার বিনিময়ে জুয়া খেলছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(অপরাধ) আবু মারুফ হোসেন স্যারের নির্দেশনা হারাগাছ থানার ওসি রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের দুটি আভিযানিক দল অভিযান চালিয়ে বালারঘাট ও মায়াবাজার চরচতূরা এলাকায় জুয়া খেলার সময় ১০ যুবককে আটক করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করে পুলিশ। Share this:FacebookX Related posts: আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার গোবিন্দগঞ্জে লম্পট লাজু মিয়ার বিচারের দাবিতে সড়ক অবরোধ রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু বোদায় দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাদ্য নিয়ে দরিদ্রদের বাড়ি-বাড়ি ছুটছেন মেয়র টুটুল আত্রাইয়ে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও ১০ জুয়াড়ি আটক তিস্তার পানি আবারও বিপদসীমার উপরে পঞ্চগড়ে সারের বাফার গুদামের উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী বিরামপুরে আবাসিক হোটেলে আটক যুবকের কারাদণ্ড, যুবতীর অর্থদণ্ড সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন বীরাঙ্গনা জোহরা বেগম বঙ্গবন্ধু নিজেও খেলোয়াড় ছিলেন: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী SHARES Matched Content দেশের খবর বিষয়: ১০ জুয়াড়ি আটকহারাগাছায়