ঈশ্বরগঞ্জে পিস্তলসহ দুই যুবক আটক

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

অনলাইন ডেস্ক ; ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকের আসর থেকে দেশীয় অস্ত্র, পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গোপন সূত্রের খবরে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সোহাগী ইউনিয়নের বৃকাঁঠালিয়া গ্রাম থেকে দুই যুবককে আটক করে।

ঈশ্বরগঞ্জ থানা সূত্রে জানা যায়, ওই গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খালিয়াজুড়ি গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৪০) ও ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরহোসেনপুর গ্রামের ফজর আলীর ছেলে মিলন মিয়া (৩৮) কে দেশীয় অস্ত্র রামদা, পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ আটক করা হয়। পুলিশ জানায় অভিযান চলাকালে ধৃত অস্ত্রধারীরা বাঁচার জন্য রামদা দিয়ে পুলিশের উপর হামলা চালায়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ জানান, ধৃত দুই যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বুধবার কোর্টে সোর্পদ করা হয়েছে।

এ ব্যাপারে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকি জানান, ধৃত অস্ত্রধারীরা পেশাদার খুনি। এদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা রয়েছে।