ঈশ্বরগঞ্জে কৃষকদের মাঝে সার বীজ বিতরণ

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওই সার ও বীজ বিতরণ করা হয়।

আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে জন প্রতি ৫ কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার প্রমুখ।