ঈশ্বরগঞ্জে আটোতে উঠতে বাধা দেয়ায় প্রতিপক্ষের আঘাতে নিহত ১ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০ নিজস্ব প্রতিনিধি ; ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আটো চালকের সাথে বিরোধকে কেন্দ্র করে ১ জন নিহত হয়েছেন। এহত্যা কান্ডের সাথে জড়িত থাকায় ৩ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর নামাপাড়া গ্রামে। মামলার এজহার সূত্রে জানা যায়, শনিবার কালীবাজার থেকে নিহতের শ্যালক অটো চালক মাসুদ চুমকির বাজার আসার পথে কয়েকজন লোক অটোতে উঠতে চাইলে চালক তাদেরকে বাঁধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে আটটার দিকে মরিচারচর নতুন বাজার ইব্রাহিম ফকিরের দোকনের কাছে মাসুদের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে তাছির উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আজিজুল হকের লোকজনের ওপর হামলা চালায়। এসময় বল্লমের আঘাতে মৃত কলিম উদ্দিনের পুত্র আজিজুল হক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। রোববার নিহতের স্ত্রী শামছুন্নাহার বাদী হয়ে তাছির উদ্দিনসহ ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩/৪জনকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলার এজহারভূক্ত হাজেরা, লাইলী ও শারমিনকে গ্রেফতার করেছে। ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, মামলা দায়েরের পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে। Share this:FacebookX Related posts: ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ চারটি বাস ও ট্রাকের সংঘর্ষ, নিহত ১ আশঙ্কাজনক ৪ ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ঈশ্বরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঈশ্বরগঞ্জে গ্রামীণ ব্যাংকের খাদ্য সহায়তা প্রদান ধান কাটার মজুরী দিয়ে অসহায়দের মাঝে ঈদ উপহার ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধে মানববন্ধন হালুয়াঘাটে বালু নেয়াকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানের হামলায় নিহত-১ হালুয়াঘাটে বালু নেয়াকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানের হামলায় নিহত-১ ঈশ্বরগঞ্জে বাড়িতে গিয়ে বই বিতরণ ঈশ্বরগঞ্জে নৌকা প্রতীককে বিজয়ী করতে যুবলীগের নির্বাচনী পথ সভা ঈশ্বরগঞ্জে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন SHARES Matched Content দেশের খবর বিষয়: আটোতে উঠতে বাধা দেয়ায়ঈশ্বরগঞ্জেনিহত ১প্রতিপক্ষের আঘাতে