নো মাস্ক নো এন্ট্রি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফল উপজেলায় করোনা সংক্রামক এড়াতে প্রশাসন থেকে ঘোষনা করা হয়েছে নো মাস্ক নো এন্ট্রি। গত মঙ্গলবার থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে এ প্রচার করা হয়। উপজেলায় কোন ভাবেই মাস্ক বিহীন চলাচল করতে পারবে না জনগন। সামাজিক দুরত্ব ও সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বাউফল পৌরশহরের রেড জোন এলাকায় বিশেষ অভিযান করে প্রশাসন। অভিযানের সময় মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৩ ব্যক্তিকে ৩হাজার ৯শত টাকা অর্থ দন্ড করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। এদিকে করেনার প্রকোপ ঠেকাতে তিনটি জোনে ভাগ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পটুয়াখালী সিভিল সার্জনের কার্যালয়। ওই বিজ্ঞপ্তিতে বাউফল পৌরশহরের ২, ৪ ও ৭ নং ওয়ার্ডকে রেড জোন এবং ৫নং সুর্যমনি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুলবাগ স্বানেশ্বর এলাকাকে ইয়েলো জোন হিসাবে ধরা হয়েছে। এছাড়া উপজেলার সকল স্থানকে গ্রিন জোন হিসাবে ঘোষনা করা হয়। মঙ্গলবার থেকে এ ঘোষনা কার্যকর করে উপজেলা প্রশাসন থেকে পৌরশহরের ওই তিন ওয়ার্ডকে লকডাউন করেছে। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মোহম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী পরবর্তী নির্দেশ না আশা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। ইতিমধ্যে রেড জোন এলাকায় সচেতন মূলক প্রচার প্রচারনা ও প্রশাসনের নজরদারি চলছে। নির্ধারিত রেড জোনগুলোতে নিত্যপ্রয়োজনীয় কাঁচামাল, ঔষুধ ও শিশু খাদ্য ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। Share this:FacebookX Related posts: নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি আটক কেরানীগঞ্জ থেকে আমতলীতে আসা ১০৯ জন কোয়ারেন্টাইনে লালমোহনে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ মির্জাগঞ্জে স্কুল শিক্ষক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ আক্রান্ত-৪ কর্মগুণে পুরস্কার পেলেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ মির্জাগঞ্জে স্বাস্থ্য বন্ধু ও ওয়াইপিএসডি’এর যৌথ উদ্যোগে ফ্রী চিকিৎসা ও মাস্ক বিতরণ তালতলীতে পূর্ণাঙ্গ হাসপাতালের দাবিতে মানববন্ধন মির্জাগঞ্জে খাল খননে অনিয়মের অভিযোগ বরিশালে কাভার্ডভ্যান-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৬ যাত্রী নিহত মির্জাগঞ্জে ১৭ বছরেও হয়নি কমিটি, নেতৃত্বশূন্য ছাত্রদল কাউখালীতে ৩২০ কেজি জাটকা জব্দ কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: নো এন্ট্রিনো মাস্ক