মাছের খাদ্য তৈরীর মেশিন বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, জুন ৩, ২০২০ অনলাইন ডেস্ক : রাজশাহীর বাগমারায় ৩টি মৎস্য চাষী সমবায় সমিতির মাঝে মাছের খাদ্য তৈরীর মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বাগমাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের আওতায় স্বাস্থ্যবিধি মেনে মেশিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ। এ সময় ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা মৎস অফিসের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, লিফ, সিআই জির সভাপতি ও মৎস্যচাষী প্রমূখ উপস্থিত ছিলেন। মেশিন প্রাপ্তরা হলো, যোগীপাড়া ইউনিয়নের করতোয়া এনএটিপি সিআইজি মৎস্যচাষী সমবায় সমিতি, বাসুপাড়া শিউলি এনএটিপি সিআইজি মৎস্য চাষী সমবায় সমিতি ও নরদাস ইউনিয়ন জশো বিল মৎস্য চাষী সমবায় সমিতি। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন সাংবাদিকদের জানান, পরিচালক এস এম মনিরুজ্জামান স্যারের সার্বিক সহযোগিতায় বাগমারায় ৩টি মৎস্য চাষী সমবায় সমিতির মাঝে মাছের খাদ্য তৈরীর মেশিন বিতরণ সম্ভব হয়েছে। পরিচালককে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। মাছের খাদ্য তৈরীর মেশিন স্বল্প মূল্যে মাছের উৎপাদন বাড়াতে কাজ করবে এবং সমিতির আয় বৃদ্ধি পাবে। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে হয় মাদক ছাড়তে হবে, নাহলে ঈশ্বরদীর মাটি ছাড়তে হবে-ফিরোজ কবীর নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি পিটু, সম্পাদক রব বগুড়া প্রেসক্লাবের সভাপতি নয়ন, সম্পাদক আরিফ বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার বড়াইগ্রামে অসহায়দের মাঝে নগদ অর্থ ও সেনিটাইজার বিতরণ নওগাঁ পৌরসভা এলাকার কর্মহীন ৫ হাজার লোকের মধ্যে টাকা বিতরণ জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক রাণীনগরের ড্রাগন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে নওগাঁর মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বর্তমান স্বামীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক অবশেষে শহীদ মিনার পেলো ঐতিহাসিক আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় SHARES Matched Content দেশের খবর বিষয়: মাছের খাদ্য তৈরীরমেশিন বিতরণ