মাছের খাদ্য তৈরীর মেশিন বিতরণ

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, জুন ৩, ২০২০

অনলাইন ডেস্ক : রাজশাহীর বাগমারায় ৩টি মৎস্য চাষী সমবায় সমিতির মাঝে মাছের খাদ্য তৈরীর মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বাগমাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের আওতায় স্বাস্থ্যবিধি মেনে মেশিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ।

এ সময় ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা মৎস অফিসের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, লিফ, সিআই জির সভাপতি ও মৎস্যচাষী প্রমূখ উপস্থিত ছিলেন।

মেশিন প্রাপ্তরা হলো, যোগীপাড়া ইউনিয়নের করতোয়া এনএটিপি সিআইজি মৎস্যচাষী সমবায় সমিতি, বাসুপাড়া শিউলি এনএটিপি সিআইজি মৎস্য চাষী সমবায় সমিতি ও নরদাস ইউনিয়ন জশো বিল মৎস্য চাষী সমবায় সমিতি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন সাংবাদিকদের জানান, পরিচালক এস এম মনিরুজ্জামান স্যারের সার্বিক সহযোগিতায় বাগমারায় ৩টি মৎস্য চাষী সমবায় সমিতির মাঝে মাছের খাদ্য তৈরীর মেশিন বিতরণ সম্ভব হয়েছে। পরিচালককে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। মাছের খাদ্য তৈরীর মেশিন স্বল্প মূল্যে মাছের উৎপাদন বাড়াতে কাজ করবে এবং সমিতির আয় বৃদ্ধি পাবে।