উদ্বোধনের অপেক্ষায় ফেনীর চর মজলিশপুরের মাওলানা ঘাট সেতু

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জুন ৩, ২০২০

অনলাইন ডেস্ক : ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীতে ছোট ফেনী নদীর উপর নির্মিত মাওলানা আব্দুল আউয়াল ঘাট সেতুর নির্মাণ কাজ সম্প্রতি শেষ হয়েছে। এখন শুধু উদ্বোধনের জন্য অপেক্ষা।

সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে খুলে দেওয়া হবে সেতুটি। এতে করে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে উপকূলীয় দুই উপজেলা সোনাগাজী ও দাগনভূঁঞা লক্ষ লক্ষ মানুষের। জেলা সদরের সাথে সড়ক পথে অনেক দূরত্ব কমবে দুই উপজেলার জনগণের।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ফেনী সূত্রে জানা যায়, এলজিইডি’র অধীনে এলবিসি প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্স সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর ঈদগাহ টু ছোট ফেনী নদী ভায়া মাওলানা পাড়া মসজিদ রোডের ৯১০ মিটার চেইনেজে মাওলানা আব্দুল আউয়াল ঘাটে ছোট ফেনী নদীর উপর ৯৬ মিটার পিসি গার্ডার সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করেছে। সেতুটি নির্মাণে ৬ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় হয়। সেতটিুর নির্মাণের মেয়াদকাল ছিল ১ বছর ৬ মাস। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের তিন মাস পূর্বেই কাজটি সম্পন্ন করে। এতে করে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে দুই পাড়ের মানুষের।

স্থানীয় বাসিন্দা ও প্রবাসী শামসুল আলম ভূট্টু বলেন,‘সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। যত দ্রুত সেতুটি উদ্বোধন করে যানবাহন চলাচল কারার জন্য খুলে দেওয়া হবে, তত দ্রুত মানুষ ভোগান্তির হাত থেকে রক্ষা পাবে।’ স্থানীয়রা আরো বলেন, সত্যিকার অর্থে দেশের ক্রান্তিকালিন সময়ে এতে স্থানীয় এলাবাসীর শত শত বছরের লালিত স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। সেতুটি নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠান পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।

সেতু নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্সের স্বত্বাধিকারী ফজলুল হক বাবলু বলেন, আমরা টেন্ডারে অংশ নিয়ে আমি কাজটি পেয়েছি এবং কাজটি সুন্দরভাবে শেষ করেছি। কাজটির দেড় বছর মেয়াদের সময় ছিলো কিন্তু তার আগেই সেতুর নির্মাণ কাজ শেষ করেছি। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।

স্থানীয় দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন বলেন, এই সেতুটি দাগনভূঁঞা উপজেলা ও সোনাগাজী উপজেলার মধ্যে সংযোগ যাতায়তের মূল ব্রীজ। এটি ব্যাবহার করে দাগনভূঁঞা উপজেলার তিন লক্ষ ও সোনাগাজী উপজেলার সাড়ে তিন লক্ষ জনগণ যাতায়তের সুবিধা পাবে।

ফেনীস্থ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম পাটোয়ারী বলেন, মাওলানা ঘাট ব্রিজটি ৯৬ মিটর। এটি অত্যাধুনিক টেকনোলজির পিসি গার্ডার ব্রীজ। ব্রিজটির কাজ নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়েছে। এখন উদ্বোধনের অপেক্ষায় আছে।