পিরোজপুরে শিশু ধর্ষণকারী আশ্রাব আলী গ্রেফতার

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে শিশু ধর্ষণকারী আশ্রাব আলী হাওলাদারকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আশ্রাব আলী হাওলাদার (৫৫), পেশায় একজন মুদি দোকানী। সে পিরোজপুর জেলার নেছারাবাদ থানার খাড়াবাগ গ্রামের মৃত হাসেম আলী হওলাদারের ছেলে।

র‌্যাব প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, ১১বছরের ওই শিশু দোকানী আশ্রাব আলীকে নানা সম্বোধন করে প্রায়ই ওই দোকানে গিয়ে টিভি দেখত এবং খাবার কিনত। এরই ধারাবাহিকতায় ওই শিশুটি ৭ ফেব্রুয়ারি বিকেলে টিভি দেখার জন্য ওই দোকানে গেলে দোকানী মোঃ আশ্রাব আলী (৫৫) খাবারের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে শিশুটিকে দোকানের পিছনে নিজ বসত ঘরে নিয়ে ঘরে কোন লোক না থাকায় শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ফলে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়ে যৌনাঙ্গে ক্ষত সৃষ্টি হয়।

আহতাবস্থায় শিশুটি বাড়ি ফেরার পরে রক্তক্ষরণ দেখে জিজ্ঞসাবাদে ধর্ষণের ঘটনা জানতে পেরে দ্রুত ভিকটিমকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ধর্ষনের ঘটনায় ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামী মোঃ আশ্রাব আলী হাওলাদার(৫৫)’কে র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল শনিবার দুপুরে পিরোজপুর জেলার নেছারাবাদ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।