হালুয়াঘাটে টাস্কফোর্স অভিযানে এক লক্ষ ১৬ হাজার ৮শত টাকা জরিমানা

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, মে ২৩, ২০২০
হালুয়াঘাটে টাস্কফোর্স অভিযানে এক লক্ষ ১৬ হাজার ৮শত টাকা জরিমানা

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলে পণ্য বিক্রির দায়ে ত্রিশটি দোকান মালিক ও ৩জন ত্রেতাকে সর্বমোট এক লক্ষ ১৬ হাজার ৮শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (২৩মে) সকাল থেকে বিকেল পর্যন্ত র‌্যাব-১৪ ও হালুয়াঘাট থানা পুলিশের অংশ গ্রহণে তিনজন ম্যাজিষ্ট্রেট এর সমান্ময়ে মোবাইল কোর্ট ও টাস্কফোর্স অভিযানে এই জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট ও টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম, সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমেদ ও ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসনীম আক্তার ।

dainik somoy sangbad

হালুয়াঘাটে টাস্কফোর্স অভিযানে এক লক্ষ ১৬ হাজার ৮শত টাকা জরিমানা


উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম বলেন, উপজেলার ধারা বাজার,নাগলা বাজার, শাকুয়াই বাজারসহ পৌরশহরের ব্যাবসায়ীরা সরকারি নির্দেশ অমান্য করে প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তারের লক্ষ্যে ঘোষিত লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে জনসমাগম ও পণ্য বিক্রির দায়ে মোবাইল কোর্ট ও টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
dainik somoy sangbad

হালুয়াঘাটে টাস্কফোর্স অভিযানে এক লক্ষ ১৬ হাজার ৮শত টাকা জরিমানা



এ সময় ৩০ জন দোকান মালিক ও ৩জন ক্রেতাকে সর্বমোট এক লক্ষ ১৬ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবসায়ী প্রতিষ্ঠন বন্ধ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করার পরও যে সমস্ত ব্যবসায়ী সরকারি নির্দেশ মানচ্ছেন না তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান।