গৌরীপুরে ঈদ উপলক্ষে অসহায়দের নগদ টাকা বিতরন

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, মে ২২, ২০২০

কমল সরকার’ গৌরীপুর ; ময়মনসিংহে গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কিল্লাতাজপুর গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা দেওয়ান মিজাজ উদ্দিন খানের ছেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি দেওয়ান আহদুজ্জামান খান আরজু’র ব্যক্তিগত অর্থায়নে (২২ মে) শুক্রবার বিকেলে ১শ অসহায়’কর্মহীন’ দিনমজুর পরিবারের মাঝে ১ লক্ষ টাকা বিতরণ করেন।

ঈদ ও করোনা সংকটে ছাত্র লীগ নেতা নিজ গ্রামের অসহায় লোকজন প্রত্যেককে ১ হাজার টাকা করে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়েছেন। উল্লেখ্য দেওয়ান আহদুজ্জামান খান আরজু’র বাবা মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের ১৯৪৯ সন থেকে ১৯৭৬ সন পর্যন্ত প্রতিষ্টাতা সাধারন সম্পাদক ছিলেন ও ১৯৭৬ সন থেকে ১৯৮৬ সন পর্যন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি’র দায়িত্ব পালন করেছেন।

পরবর্তীতে তিনি মাওহা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এলাকায় আরজু’র পরিবার আওয়ামী পরিবার হিসেবে বিশেষ খ্যাতি রয়েছে।