ঘূর্ণিঝড় আম্পান; মির্জাগঞ্জে ১৫’শ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, মে ২২, ২০২০

মেহেদি হাসান মুবিন মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্ফানে তাণ্ডবে পটুয়াখালীর মির্জাগঞ্জে ১১ হাজার ১৫০ হেক্টর ফসলী জমির মধ্যে ১৫’শ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মির্জাগঞ্জের ৬ ইউনিয়নের এ তথ্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে। কৃষি অফিস দাবি করেছে, ঝড়ে সবচেয়ে বেশি আউশের বীজতলা ক্ষতি হতে পারে।

মির্জাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, উপজেলায় ক্ষতিগ্রস্ত ফসলী জমির মধ্যে আউশের বীজতলা ৪০০ হেক্টর, গ্রীষ্মকালীন সবজি ৪০০ হেক্টর, চীনাবাদাম ১০০ হেক্টর, মরিচ ৩০০হেক্টর, পান বরজ ১০০ হেক্টরসহ অন্যান্য ফসলের ২০০হেক্টর জমি রয়েছে।

এ ব্যাপারে মির্জাগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ আরাফাত হোসেন জানান, মুগডাল তোলা সম্পন্ন হয়েছে। ঘূর্ণিঝড়ের আঘাতের কারণে ৭ শতাংশ ফসলের ক্ষতি হয়েছে। তিনি বলেন, ক্ষতি কাটিয়ে ওঠার জন্য মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেয়া হবে।