গৌরীপুরে কর্মহীন ও অসহায় পরিবহন শ্রমিকদের আর্থিক সহায়তা

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, মে ২২, ২০২০

কমল সরকার’গৌরীপুর: ময়মনসিংহের জিলা মটরযান কর্মচারী ইউনিয়ন গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে অসহায় ও কর্মহীন বিভিন্ন পরিবহনের স্থানীয় ৩শ শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

শুক্রবার (২২ মে) হারুন পার্ক এলাকায় সংগঠনের কার্যালয় থেকে পরিবহন শ্রমিকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রিয় নেতা আলী হোসেন, গৌরীপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ নূরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কার্যকরী কমিটির সম্মানিত সদস্য মোঃ জিয়াউল ইসলাম, মোঃ আসাদুল হক রাজু, মোঃ আফসার উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আজিজুর রহমান, মোঃ আবুল মিয়া, সামাল প্রমুখ।