আম্পানে বরগুনায় ১০ হাজার বাড়ি-ঘর বিধ্বস্ত

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, মে ২২, ২০২০

অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বরগুনায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে প্রায় ১০ হাজার বাড়ি-ঘর। বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙ্গে অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। উপড়ে গেছে অসংখ্য গাছপালা। এছাড়াও প্রাবিত হয়েছে শতাধিক মাছের ঘের এবং ৩০০ হেক্টর ফসলের ক্ষেত।
বৃহস্পতিবার দুপুড়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘূর্ণিঝড় আম্পান বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বরগুনায় আঘাত হানে। রাত সাড়ে ১০টা পর্যন্ত একটানা ছয় ঘন্টা এর তান্ডব চলে। তাছাড়া প্রায় সারা রাতই এর প্রভাব চলতে থাকে। এ সময়ে বরগুনাসহ বিভিন্ন উপজেলায় প্রায় ১০ হাজার বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। জেলার বিভিন্ন পয়েন্টে ১৩.৫৭ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষাতগ্রস্ত হয়েছে। এতে আয়লা পাতাকাটা, জাঙ্গালিয়া, বুড়িরচর, লবনগোলা, মাইঠা, নলটোনা, পাথরঘাটার জিনতলাসহ অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। ১০টি চিংড়ির ঘের ছাড়াও ১২১টি মাছের ঘের প্লাবিত হয়েছে। সাতটি আম বাগান ও প্রায় ৫০ হেক্টর সবজি ক্ষেতসহ ৩০০ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। তবে ঘূর্ণিঝড় আম্পানের ফলে বরগুনায় কোন মানুষ মারা যায়নি।

বরগুনা জেলা পানি উন্নয়র বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ কায়সার আলম জানান, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বরগুনায় বুধবার রাতে বরগুনায় ১০ থেকে ১১ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। এতে জেলার বিভিন্ন স্থানের ১৫টি পয়েন্টে ১৩.৫৭ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষাতগ্রস্ত হয়েছে। তবে প্লাবিত এলাকা থেকে ইতোমধ্যেই পানি নেমে গেছে। আমরা ভেঙ্গে যাওয়া বাঁধ দ্রুত মেরামত করার জন্য কাজ শুরু করেছি।

বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এসএম বদরুল আলম জানান, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে প্রায় ৫০ হেক্টর সবজি ক্ষেতসহ ৩০০ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। এরমধ্যে রয়েছে, আম, চিনাবাদাম, ভুট্টা, মুগডাল, সূর্যমূখীসহ বিভিন্ন ধরনের সবজি।

এদিকে, বরগুনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, জেলায় মোট ১৫টি মুরগি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও তালতলী উপজেলার ১৯টি গরুর খামারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

অপরদিকে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই বরগুনার আশ্রয়কেন্দ্রগুলোতে যেতে শুরু করেছে লোকজন। বিশেষকরে নারী, শিশু ও বৃদ্ধদের আশ্রয়কেন্দ্রে বেশি আসতে দেখা গেছে। রাতে আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রতিটি আশ্রয়কেন্দ্রে ইফতারী ও সাহরীর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, শিশু ও যারা রোজা রাখতে অক্ষম তাদের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহসহ প্রশাসনের কর্মকর্তারা গভীর রাত পর্যন্ত বিভিন্ন আশ্রয়কেন্দ্র ঘুড়ে ঘুড়ে এসব কার্যক্রম তদারকি করেছেন এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীদের খোঁজখবর নিয়েছেন। উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসনের একজরন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে টীম গঠন করে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বরগুনায় আশ্রয়কেন্দ্রে আশার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মোঃ শহীদুল ইসলাম (৬৪) নামের একজন হোটেল ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আসার পথে তার মৃত্যু হয়। এম বালিয়াতলী ইউনিয়ন পারষদের চেয়ারম্যান মোঃ সেলিম শাহনেওয়াজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বরগুনার ছয়টি উপজেলার ৪২টি ইউনিয়র ও চারটি পৌরসভায় কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আম্পান মোকারেলায় এ পর্যন্ত ২০০ মেট্রিক টন খাদ্যশষ্য এবং দুই হাজার প্যাকেট শুকনো খাবার, দুই লাখ টাকার শিশু খাদ্য এবং ২৮ লাখ নগদ টাকা বিতরণ করা হয়েছে। শুক্রবার থেকে বরগুনায় পূনঃর্বাসনের কাজ শুরু করা হবে। প্রাথমিক পর্যায়ে ১০০ পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন, নগদ টাকা ও খাদ্য সহায়তা দেওয়া হবে।