ভোলায় আম্পানে বিভিন্ন স্থানে ঘর বাড়ি ও বেড়িবাঁধ বিধ্বস্ত, নিহত ২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, মে ২২, ২০২০ অনলাইন ডেস্ক : ঘুর্ণিঝড় আম্পানের প্রভাবে উপকূলীয় দ্বীপজেলা ভোলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বেশ কিছু স্থানে ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। ভোলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যেসব মানুষ এসেছিল বৃহস্পতিবার সকাল থেকে আবহাওয়া অনুকূলে থাকায় তারা বাড়ি ফিরে গেছেন। গতকাল গাছ চাপা পড়ে ও ট্রলার ডুবিতে ২ জন নিহত হয়। এছাড়া জেলার চরফ্যাসন উপজেলার বঙ্গপোসাগর মোহনা ইউনিয়ন চর কুকরী মুকরী ও ঢাল চরে ৩০টি ঘর বিধ্বস্ত হয়েছে। কুকরি-মুকরি, চর পাতিলা ও ঢাল চরে ৪ থেকে ৫ ফুট পানিতে প্লাবিত হওয়ায় ৫ শতাধিক পুকুর ও মাছের ঘেরের ক্ষতি হয়েছে। ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক জানান, ঘুর্ণিঝড়ে প্রভাবে বোরহানউদ্দিন উপজেলা হাকিম উদ্দিন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাধ বিধ্বস্ত হয়। এছাড়া ভোলা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী হাসান মাহামদ জানান, মনপুরা উপজেলায় ফয়েজ উদ্দিন,দক্ষিন সাকুচিয়া,সূয মুখি এলাকা,উত্তর সাকুচিয়া মাষ্টার এলাকা, রামনেওয়া এলাকায় ও তজুমদ্দিন উপজেলার বেড়ি বাধও জোয়ারের পানির তোরে ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্থ বাধ দিয়ে যাতে পানি প্রবেশ করতে না পারে তার জন্য রাতে জিও ব্যাগ বসিয়ে রক্ষা করা হয়। খবর পেয়ে তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ও চাঁদপুর ইউনিয়নে ঝুঁকিপূর্ণ বেঁড়িবাধ ভোলা-৩ আসনের স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ওই এলাকা পরিদর্শন করেন এবং দুর্গতদের মাঝে ত্রান বিতরণ করেন। এছাড়াও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফাযেল আহমেদের পক্ষ থেকে তার নির্দেশে নেতাকর্মীরা রাতে আশ্রয় কেন্দ্রে আসা মানুষকে রান্না করা খাবার বিতরন করেন। এছাড়া ভোলা কৃষি বিভাগ বলছে, কৃষকদের সর্তক করায় আগাম বোর ধান কেটে নেয়ায় বড় ধরনের কোন ক্ষতি হয়নি। বরং জোয়ারের পানিতে আউশ আবাদে উপকার হবে। তবে সবজি ক্ষেতে ১০ ভাগ ক্ষতি হয়েছে বলে জানানো হয়। Share this:FacebookX Related posts: ভোলায় ১’শ ৪ কোটি টাকা ব্যয়ে ৮টি মডেল মসজিদ নির্মিত হচ্ছে ভোলায় উদ্ধার হওয়া বন বিড়াল অবমুক্ত করোনা উপসর্গ নিয়ে ভোলায় দুই যুবক আইসোলেশনে ভোলায় করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের বিশেষ সভা ভোলায় ইলিশা ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় শ্রমজীবী মানুষের ভিড় ভোলায় করোনা যুদ্ধে জয়ী বাবা-মেয়েকে ফুল দিয়ে বরণ ভোলায় পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, ৩ বাড়ি লকডাউন করোনা প্রতিরোধে ভোলায় জীবাণুনাশক টানেল স্থাপন ভোলায় ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় জেলা প্রশাসকের প্রস্তুতি সভা আম্পানে বরগুনায় ১০ হাজার বাড়ি-ঘর বিধ্বস্ত ভোলায় হাসপাতালের মেঝেতে নবজাতক, ২৪ ঘন্টায়ও মেলেনি পরিচয় ভোলায় ৪’শ দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ SHARES Matched Content দেশের খবর বিষয়: আম্পানেনিহত ২বিভিন্ন স্থানে ঘর বাড়িবেড়িবাঁধ বিধ্বস্তভোলায়