বরগুনায় ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’ উদ্বোধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০ অনলাইন ডেস্ক : বরগুনায় উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’। বিলুপ্তি হওয়া একশ প্রকার নৌকা রাখা হয়েছে এই জাদুঘরে । বৃহষ্পতিবার বিকাল তিন টায় পুরাতন পাবলিক লাইব্রেরি মাঠে ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’ উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। বরগুনা জেলা প্রশাসনের পরিকল্পনা ও বাস্তবায়েনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর জন্মশতবর্ষ উপলক্ষে নৌকা জাদুঘর নির্মাণ করেন। নৌকার আদলে নকশা করা হয়েছে জাদুঘরের মূল ভবন। যার নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’। এই জাদুঘরে স্থান পেয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের বিলুপ্তি হওয়া নৌকা এবং বর্তমানে প্রচলিত একশ ধরণের নৌকা। বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু বলেন, দেশের ঐতিহ্যের অংশ নৌকা, গ্রামবাংলার প্রতীক নৌকা। নৌকা স্বাধীনতার প্রতিক। এই নৌকা জাদুঘরের মাধ্যমে আমরা গৌরব ও ঐতিহ্যর অংশ হিসেবে প্রতিষ্ঠিত হলাম। বরগুনার জেলা প্রশাসক, মোস্তাইন বিল্লাহ বলেন, একসময় দেশে অনেক রকমের নৌকা ছিল। একেকটি নৌকা ভিন্ন ভিন্ন অঞ্চলের ঐতিহ্য বহন করত। আগামী প্রজন্মের কাছে ঐতিহ্য ও নৌকাকেন্দ্রিক সংস্কৃতিকে তুলে ধরতেই এমন আয়োজন।তিনি আরো বলেন এই জাদুঘরে এখন শুধু নৌকা রাখা হয়েছে, ভবিষ্যতে এখানে নৌকা নিয়ে গবেষণাও করা হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বরগুনা পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গির মল্লিক, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরগুনার চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর কবির, বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বরগুনা জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান প্রমুখ। Share this:FacebookX Related posts: বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে মির্জাগঞ্জে শোভাযাত্রা পাথরঘাটায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা মির্জাগঞ্জে জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন আম্পানে বরগুনায় ১০ হাজার বাড়ি-ঘর বিধ্বস্ত বঙ্গবন্ধু ও সাহিত্য কর্নারের উদ্বোধন দৌলতখানে ইউনিয়ন পরিষদ কার্যালয় উদ্বোধন এমপি মুকুল নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি আটক বঙ্গবন্ধুই প্রথম প্রি-ক্যাডেট স্কুল চালু করেছিলেন: এ্যাডঃ ফজলে রাব্বী কেরানীগঞ্জ থেকে আমতলীতে আসা ১০৯ জন কোয়ারেন্টাইনে বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কাউখালীতে বিদ্যুৎস্পষ্ট হয়ে স্বামী- স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু মির্জাগঞ্জে ২ বছরেও শেষ হয়নি সড়ক নির্মানের কাজ ভোগান্তিতে এলাকাবাসী SHARES Matched Content দেশের খবর বিষয়: উদ্বোধননৌকা জাদুঘর'বঙ্গবন্ধুবরগুনায়