প্রেমিকার গলায় প্রেমিকের ছুরি, ৯৯৯ এ ফোন কলে আটক প্রেমিক

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, মে ২২, ২০২০

অনলাইন ডেস্ক : ‘জাতীয় জরুরী সেবা’ ৯৯৯ নম্বরে এক কলারের ফোন কলে প্রেমিকাকে ছুরিকাহত করার অভিযোগে প্রেমিককে আটক করেছে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ।

বুধবার বিকেল চারটায় বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরী সেবা’ ৯৯৯ নম্বরে এক কলার কিশোরগঞ্জ রেল ষ্টেশন থেকে ফোন করে জানান এক তরুণীকে এক তরুণ গলায় ছুরিকাঘাত করে প্ল্যাটফর্মে ফেলে রেখেছে। কলার এবং স্টেশনে থাকা অন্য লোকজন মিলে অভিযুক্ত তরুণকে আটক করে রেখেছে। ৯৯৯ তাৎক্ষনিকভাবে কলারের সাথে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসির কথা বলিয়ে দেন।

জানা যায়, সংবাদ পেয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পরে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি এস এম সুমন ৯৯৯ কে জানান তারা ঘটনাস্থল থেকে আহতাবস্থায় ১৮ বছর বয়ষ্ক এক তরুণীকে উদ্ধার করে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং তরুণীকে ছুরিকাঘাত করার অভিযোগে মোঃ রনি মিয়া (২০) কে আটক করেন।

ওসি আরো জানান, ঘটনাটি প্রেমঘটিত এবং উভয়ের মধ্যে ঝগড়া ঝাটির এক পর্যায়ে অভিযুক্ত রনি ক্ষিপ্ত হয়ে তার প্রেমিকার গলায় ছুরিকাঘাত করে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।