গৌরীপুরে হাজার মানুষকে খিচুড়ি খাওয়ালেন আ’লীগ নেত্রী পপি

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মে ২০, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী মরহুম মাহবুবুল হক শাকিলের সহধর্মিণী ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেত্রী নিলুফার আনজুম পপির উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুরে এক হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে) এ উপজেলার শালীহর গ্রামসহ আশ পাশের বিভিন্ন গ্রামে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয় এ খিচুড়ির প্যাকেট। এর আগে তিনি নিজ এলাকায় করোনা সংকট মোকাবেলায় তিন শতাধিক মানুষকে আর্থিক সহায়তা দেন।

নিলুফার আনজুম পপির পক্ষে দরিদ্র মানুষের মাঝে খিচুড়ি বিতরণ কর্মসূচীতে অংশগ্রহন করেন আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।