হালুয়াঘাটে করোনায় আক্রান্ত কৃষি কর্মকর্তাসহ সুস্থ্য ২৭,মোট আক্রান্ত ৫৮

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুইজন মেডিকেল অুিফসারসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত ৫৮ জন। চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন ২৭ জন। হোমকোয়ারেন্টাইন ও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে এ প্রতিবেদককে বলেন, হালুয়াঘাট থেকে এ পর্যন্ত ৪৯৮ জনের নমূনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়। নতুন করে ৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দুইজন চিকিৎসকসহ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। অত্র উপজেলায় করোনা ভাইরাসে মৃত্যুর হার শূন্যে রয়েছে। করোনায় আক্রান্ত রোগীদের হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে চিকিৎসা প্রদান করা হচ্ছে। করোনা টেষ্টে পজেটিভ আসলেও সকলেই সুস্থ আছেন। গত ১৬ এপ্রিল অত্র উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয় বলে তিনি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, উপজেলা কৃষি অফিসের ৫ কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় কৃষি অফিস লকডাউন ঘোষণা করে লাল নিশান টানানো হয়েছিল। সম্প্রতি কৃষি কর্মকর্তা মাসুদুর রহমানসহ অফিসের পাঁচ জন স্টাফ সুস্থ্য হওয়ায় অফিসের লকডাউন প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি কৃষি অফিসের সকল কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে। এ পর্যন্ত উপজেলায় ৫৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন ২৭ জন । হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন। মরণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সকলকে সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে আহবান জানান তিনি।