গৌরীপুর তৃণমূল নেতাকর্মীদের ঈদ উপহার দিলেন পপি

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

কমল সরকার,গৌরীপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে,ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নংগৌরীপুর ইউনিয়ন শালিহর গ্রামের হতদরিদ্র ২৫০টি পরিবার ও উপজেলার আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে (১৫মে) শুক্রবার ব্যাক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ও ঈদ উপহার দিয়েছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সদস্য নিলুফার আনজুম পপি।

পপির পক্ষে এই উপহার সামগী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,আওয়ামীলীগ নেতা আব্দুর রউফ দুদু, যুবলীগ নেতা কামাল হোসেন, ওয়ার্ড আওয়ামি লীগ এর সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রমুখ ।

লকডাউনের কারণে বিতরণ অনুষ্ঠানে নিলুফার আনজুম পপি নিজে উপস্থিত থাকতে পারেনি বলে এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন।