গৌরীপুরে বাড়ি বাড়ি ও পথে পথে ইফতার বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, মে ৯, ২০২০ কমল সরকার,গৌরীপুর ; করোনাভাইরাসের সংক্রমণের কারণে সারাদেশে চলছে লকডাউন। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া, দুঃস্থ মানুষজন। লকডাউনের শুরু থেকেই খেটে খাওয়া দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। নিজ উপজেলা ময়মনসিংহের গৌরীপুরের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে ত্রাণসামগ্রী। সাইকেল বাহিনী গঠন করে রাতের আধাঁরে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে জরুরী ঔষধ। দরিদ্র-অসহায় অসুস্থ রোগীদের কিনে দিচ্ছেন এক মাসের প্রয়োজনীয় ঔষধ। আবার লক ডাউনের মাঝেই শুরু হয়েছে পবিত্র রমজান মাস। রমজানে পথে পথে ঘুওে প্রতিদিন দিনমজুর, হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণও করেছে সে। লক ডাউন শুরুর পর থেকে রাতের আধাঁরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে ১৫শ পরিবারের মাঝে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চাল, ১লিটার সয়াবিন তেল, ১কেজি মসুরের ডাল, লবন, পেঁয়াজ, সাবান। ১মাসের করে ঔষধ সহায়তা দিয়েছে অসহায় প্রায় ৩০ জনকে। এ ছাড়া তৃতীয় রমজান থেকে রান্না করা ইফতার পথে পথে হেটে বিতরণ করেছে অসহায় ও গরীব পথচারীর মাঝে। এক্ষেত্রে প্রতিদিন প্রায় ৩শ থেকে ৪শ প্যাকেটে বিতরণের ব্যবস্থা করা হচ্ছে। গত ১১ দিনে প্রায় ৩৩শ লোকজনের মাঝে বিতরণ করা হয়েছে রান্না করা ইফতার। এই কার্যক্রম পুরো রমজান মাস চলবে বলে জানিয়েছে আয়োজক সঞ্জিত চন্দ্র দাস। তা ছাড়া চাহিদা অনুযায়ী প্যাকেট বাড়ানোর পরিকল্পনাও রয়েছে এই ছাত্রলীগ নেতার। এ লক্ষ্যে সকলের সাহায্য-সহযোগিতা কামনা করেন তিনি। ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস জানান, করোনা ভাইরাসের কারণে লকডাউন হওয়ায় সাধারণ খেটে খাওয়া মুনষের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ ও ঔষধ বাড়িবাড়ি পৌঁছে দিচ্ছি। আর রমজানে ইফতারের দোকানও কম। ফলে খেটে খাওয়া মানুষ, রিক্সাচালক ও দরিদ্র মানুষের একটি বিশাল অংশ ইফতার সময়ে চরম অসুবিধার সম্মুখীন হয়। আমরা রমজানের প্রথম ২দিন সার্ভে করে দেখেছি, এই সময়টুকুতে পৌর শহরের রাস্তায় প্রায় দেড়-দু’শ মানুষ থাকে। ৩য় রমজান(সোমবার) থেকে পথের এই মানুষদের জন্য ইফতারের ব্যবস্থা করেছি। প্রথমদিনে ১৫০জনের ব্যবস্থা করেছিলাম। এখন ৩শ প্যাকেটের অধিক বিতরণ করা হচ্ছে। পরবর্তীতে এ সংখ্যা, চাহিদা ও যোগান বিবেচনা করে বাড়ানো হবে। ত্রাণ বিতরণ ও পথের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছে ফজলে রাব্বী খান রিফাত, উত্তম সরকার, রানা সাহা, শেখ আব্দুল মোহাইমিন তনয়, সাব্বির আহমেদ রাসিক, শরীফুল ইসলাম চৌধুরী, রাসেল খান পাঠান, সায়েম খান, রিয়াদুল ইসলাম প্রমুখ। Share this:FacebookX Related posts: গৌরীপুরে আমরা ক’জন তরুন সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গৌরীপুরে ইফতার বিতরণ গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার গৌরীপুরে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা.আমান গৌরীপুরে চার বছর পর হতদরিদ্ররা জানলেন তারা তালিকাভুক্ত উপকারভোগী গৌরীপুরে ৫ শতাধিক হতদরিদ্র ও শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তার উদ্বোধন গৌরীপুরে কর্মহীনদের মাঝে এমপির খাদ্য সামগ্রী বিতরন গৌরীপুরে ৬’শ দুস্থ পরিবারের খাদ্যের দায়িত্ব নিলেন জরিনা খাতুন গৌরীপুরে মাছের আরত ও চাষীপর্যায়ে মৎস্য মেলার উদ্বোধন গৌরীপুরে পৌরসভার উদ্যোগে ২য় পর্যায়ে শিশু খাদ্য বিতরণ গৌরীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত SHARES Matched Content দেশের খবর বিষয়: ইফতার বিতরণগৌরীপুরেবাড়ি বাড়ি ও পথে পথে