গৌরীপুরে আমরা ক’জন তরুন সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মে ৪, ২০২০ কমল সরকার’ গৌরীপুর : করোনা সংকটের ক্রান্তিলগ্নে কর্মহীন হয়ে ঘরবন্ধী মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে।এরি মাঝে এসেছে পবিত্র রমজান মাস। দিনমজুর,রিক্সা,ঠেলা,অটো চালকসহ হতদরিদ্র অনেক মানুষ কর্ম না থাকায় চরম কষ্টে দিন কাটাচ্ছে। রোযা রেখে তাদের ইফতার করার সামর্থ্যও নেই। এক্ষেত্রে তাদের সাহায্যে এগিয়ে এসেছে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কালিপুর বাজারের “আমরা ক’জন তরুন সংঘ’ নামে উদ্যোমী একদল তরুন। তারা এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় ১ লা রমজান থেকে এ যাবত প্রতিদিন ইফতারের জন্য রান্না করা খাবারের প্যাকেট পথচারীসহ অসহায়- অভাবীদের বাড়ি বাড়ি পৌছে দিচ্ছে। এই সংঘের এক উদ্যোক্তা জানিয়েছেন’পবিত্র মাহে রমজানের প্রথম রোজা থেকেই তাদের ইফতার বিতরন কর্মসূচী চালু করা হয়েছে। পথচারী খেটে খাওয়া মানুষ, ভিক্ষুক,রিক্সা চালক,ভ্যান,অটো চালকদের মাঝে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় রান্না করা ইফতার প্রতিদিন বিতরণ করে আসছি। আছরের নামাজের পর পরেই পৌর শহরের বিভিন্ন রাস্তায় মটর বাইকযোগে অসহায়দের মাঝে ইফতারের রান্না করা প্যাকেট বিতরণ করতে তাদের দেখতে পাওয়া যায়। অসহায় মানব বান্ধব তরুনরা বলেছেন এলাকার বিত্তবান ব্যাক্তিবর্গ এই কাজে তাদের আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এভাবে সকলের সহযোগিতা পেলে তাদের এই কর্মসূচি শেষ রোজা পর্যন্ত অব্যাহত রাখার ইচ্ছা পোষন করেছেন। সকাল থেকে ইফতারের পূর্ব পযর্ন্ত পরিশ্রম করে ইফতার রান্না,প্যাকেটিং ও বিতরণ করেন আজমল, তানভীর, সোহান, বিপুল, হোসেন,ইমরুল খান,রনি পাল ভীম,সমুদ্র সরকার,জনি পাল,চয়ন সরকার,সাব্বির আহমেদ রাসিক,আল মশহুদ স্বপ্ন, শাহরিয়ার আরিফ। কর্মহীন এই বেকার তরুনদের মানবসেবার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার লোকজন। Share this:FacebookX Related posts: গৌরীপুরে আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ গৌরীপুরে প্রবাসী সালাউদ্দিন কাদের রুবেলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ গৌরীপুরে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ গৌরীপুরে বাড়ি বাড়ি ও পথে পথে ইফতার বিতরণ গৌরীপুরে ইফতার বিতরণ গৌরীপুরে বন্ধুদের স্মরনে অসহায়দের মাঝে ঈদ উপহার গৌরীপুরে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুরে অসহায়দের মাঝে চার শতাধিক কম্বল বিতরন গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার গৌরীপুরে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা.আমান গৌরীপুরে মাছের আরত ও চাষীপর্যায়ে মৎস্য মেলার উদ্বোধন SHARES Matched Content দেশের খবর বিষয়: অসহায়দের মাঝেআমরা ক'জন তরুন সংঘেরইফতার বিতরণউদ্যোগেগৌরীপুরে