নওগাঁয় দুই স্বাস্থ্য সহকারীসহ আরও ৭জন করোনায় আক্রান্ত

এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জন। শুক্রবার সকালে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর-এ মোরশেদ এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এদের মধ্যে মহিলা ৩ জন ও পুরুষ ৪জন। আক্রান্তরা ঢাকা ফেরত আসা ও করোনায় আক্রান্তদের সংস্পর্শে থাকায় করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত তাদের পরিবারকে লকডাউন করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্তদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।