বগুড়ায় আরও ১০৯ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

অনলাইন ডেস্ক : বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১০৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আরও দু’জন। সোমবার বেলা ১১টায় ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ১৯৪ জন। মোট মৃতের সংখ্যা ৩৩ জন।

ডেপুটি সিভিল সার্জন জানান, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বগুড়ার ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এছাড়া বেসরকারি মেডিকেল কলেজের ল্যাবে বগুড়ার ৭৪ জনের মধ্যে ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বগুড়া থেকে ১২৬টি নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা পজেটিভ এসেছে।

মোট ১০৯ জনের মধ্যে পুরুষ ৮২ জন, মহিলা ২১ ও শিশু ৬ জন। গত ২৪ ঘন্টায় আরও দু’জনের মৃত্যু হওয়ায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।