নওগাঁয় পুলিশ সদস্য ও চিকিৎসকসহ নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, মে ৩০, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় গত ২৪ঘন্টায় নতুন করে ৩জন পুলিশ সদস্য ও ১জন চিকিৎসকসহ ১৩জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর-এ-মোর্শেদ শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে নওগাঁ সদরে কর্মরত ৩পুলিশ সদস্য ও সদর হাসপাতালের ১জন চিকিৎকসহ ৯জন, পোরশা উপজেলায় ১জন, মান্দা উপজেলায় ১জন, ধামইরহাট উপজেলায় ১জন ও মহাদেবপুর উপজেলায় ১জন। করোনায় আক্রান্ত সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

করোনায় আক্রান্তরা শতকরা ৮২ভাগ হোম কোয়ারেন্টাইনে থেকে সুস্থ হয়ে যায়। যদিও সামান্য একটু জ্বর, সর্দি থাকে। এ পর্যন্ত জেলায় ১১৯জন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৬৩জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।