ভোলার মনপুরা প্রথম করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, মে ৬, ২০২০

অনলাইন ডেস্ক : ভোলা জেলার প্রথম ও বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া গ্রামের প্রথম করোনা আক্রান্ত যুবক নুর আলম (২২) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উপজেলার মনপুরা সরকারি ডিগ্রী কলেজের ভবনে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে ১১দিন থেকে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন।

মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ করোনা মুক্ত ছাড়পত্র দিলে সুস্থ হওয়া যুবক বাড়ি ফিরেন। দ্বীপের একমাত্র করোনা জয়ী যুবক নুর আলম সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় ফুল ও করতালি দিয়ে বিদায় জানান, উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, ইউএনও বিপুল চন্দ্র দাস, স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল টিমের প্রধান ডাঃ মাহমুদুর রশীদ, চিকিৎসক ডাঃ মশিউর রহমান, ডাঃ ছাব্বিরসহ ওসি সাখাওয়াত হোসেন। এদিকে করোনা আক্রান্ত যুবক সুস্থ হওয়ায় পরিবার ও দ্বীপে বসবাসরত দেড় লক্ষ বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

মনপুরা উপজেলার ৫০ শয্যা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল টিমের প্রধান ডাঃ মাহমুদুর রশীদ সাংবাদিকদের জানান, মনপুরার একমাত্র করোনা আক্রান্ত যুবকের পরপর দুইবার নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজে পাঠানো হলে তার রির্পোট নেগেটিভ আসে। তাই তাকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, করোনা আক্রান্ত যুবক সুস্থ হওয়ায় উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১০ টি বাড়ির ৪১টি ঘরের লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, করোনা থেকে সুস্থ হওয়া যুবক রাজধানী ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠান ফুড পান্ডায় চাকরী করতেন। গত ২১ এপ্রিল তিনি ঢাকা থেকে বাড়িতে ফেরেন। খবর পেয়ে স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল টিমের প্রধান ডাঃ মাহমুদুর রশীদ ঢাকা ফেরত নুর আলমসহ আরো তিনজনের নমুনা সংগ্রহ করে বরিশালে শেরে-বাংলা মেডিকেল কলেজে পরীক্ষার জন্য পাঠান। ২৩ এপ্রিল রাতে নুর আলমের করোনা পজেটিভ আসে।