ভোলার দুই পৌরসভায় নৌকার জয় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১ নিজস্ব প্রতিবেদক : ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের দুই প্রার্থী তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে রাত ৮টায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম ও মোঃ জাকির হোসেন তালুকদারকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়। নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দৌলতখান পৌরসভার নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী মো. জাকির হোসেন তালুকদার ৫ হাজার ৮৩০ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ার হোসেন কাকন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৪০ ভোট। অপরদিকে বোরহানউদ্দিন পৌরসভার নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. রফিকুল ইসলাম ৭ হাজার ১৯৪ ভোট পেয়ে তৃতীয় বারের মতো বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. মনিরুজ্জামান কবির পেয়েছেন ৬৬২ ভোট ও স্বতন্ত্র মেয়রপ্রার্থী আব্দুস ছালাম নারিকেল গাছ প্রতিক নিয়ে ২৪৭ ভোট পেয়েছেন। দিনভর ভোলার দুইটি পৌরসভার বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা যায়, অন্যান্য নির্বাচনের তুলনায় এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কমে আসে। দিনভর নির্বাচনে মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে এ নির্বাচনে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। Share this:FacebookX Related posts: ভোলার মনপুরা প্রথম করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আম্পানের প্রভাবে ভোলার নিম্নাঞ্চল প্লাবিত ভোলার ১৪ গ্রামে ঈদ উদযাপিত বরিশাল বিভাগে শ্রেষ্ঠ পুলিশ সুপার ভোলার সরকার মোহাম্মদ মদন পৌরসভায় নৌকার জয় নৌকার কাছে ধরাশায়ী তকমা লাগানো ‘জনতার মেয়র’ নড়াইলের দুই পৌরসভায় আ.লীগের প্রার্থী নির্বাচিত ভোলা পৌর মেয়র প্রার্থী মনিরুজ্জামানকে বিশাল গণসংবর্ধনা দৌলতখানের ইউএনওকে বিদায় সংবর্ধনা বাউফলে যুবলীগ নেতাকে হাতুড়ি পেটা পাথরঘাটায় নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার সরিষাবাড়ী পৌরসভায় আ. লীগের জয় SHARES Matched Content দেশের খবর বিষয়: দুই পৌরসভায়নৌকার জয়ভোলার