ট্রাকচাপায় অটোর তিন যাত্রী নিহত

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

অনলাইন ডেস্ক : রংপুরের পাগলাপীর এলাকায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ যাত্রী। রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে রংপুর থেকে একটি ট্রাক দ্রুত গতিতে দিনাজপুরের দিকে যাওয়ার সময় পাগলাপীর নামক স্থানে ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।