গৌরীপুরে চাল বিক্রির অভিযোগে খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলারসহ গ্রেফতার-৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০ গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে কালোবাজারে চাল বিক্রির অভিযোগে খাদ্য বান্ধব কর্মসুচীর ডিলারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচীর ১৭০ কেজি চাল জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, সাব ইন্সপেক্টর মোঃ মাইনুল রেজা। এ ঘটনায় গৌরীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার বাদী হয়ে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ওইদিন ২টি প্লাস্টিকের বস্তায় ১৭০ কেজি চাল বোকাইনগর ইউনিয়নের কালিবাড়ীর মোঃ রফিক মিয়ার ছেলে মোঃ রিয়াজ মিয়া (২০) ও লুটন রাজবরের ছেলে মহেশ রাজবর (৪৫) নিয়ে যাওয়ার সময় উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন খান তাদেরকে চালের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। ওরা দু’জন জানায় যে, খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার কালীপুর মধ্যম তরফের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ মাহবুবুর রহমান শাহিন (৪৫) ও বোকাইনগর ইউনিয়নের ইউপি সদস্য বালুচড়া গ্রামের আবু সাঈদ সাহেদের ছেলে মোঃ স্বপন মিয়ার কাছ থেকে কিনে এনেছে। এরপর পরেই পুলিশ অভিযান চালিয়ে ডিলার শাহীন, রফিক ও মহেষকে গ্রেফতার করে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, ইউপি সদস্য স্বপন মিয়ার ও ডিলার মাহবুবুর রহমান শাহিনের পরস্পর যোগসাজসে ১০টাকা কেজি মূল্যে বিতরণের চাল কালোবাজরে পাচার করে বেশি দামে বিক্রি করছিলো। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, মোঃ রিয়াজ মিয়া (২০), মহেশ রাজবর (৪৫), মাহবুবুর রহমান শাহিন (৪৫) ও মোঃ স্বপন মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তাদের মধ্যে স্বপন মিয়া ছাড়া ৩ জনকে গ্রেফতারের পর স্বপনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। ডিলার মাহবুবুর রহমান শাহীন জানান, ই্উপি সদস্য স্বপন মিয়া মহেষকে ১৮টি কার্ড দিয়ে পাঠায়। সেই কার্র্ডের চাল ক্রয় করেছে রিয়াজ। উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর জানান, ঘটনাস্থল থেকে ১৭০ কেজি চাল জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে কালোবাজারে চাল বিক্রির অভিযোগে স্বপন মেম্বার গ্রেফতার গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার গৌরীপুরে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা.আমান গৌরীপুরে চার বছর পর হতদরিদ্ররা জানলেন তারা তালিকাভুক্ত উপকারভোগী গৌরীপুরে ৫ শতাধিক হতদরিদ্র ও শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তার উদ্বোধন গৌরীপুরে কর্মহীনদের মাঝে এমপির খাদ্য সামগ্রী বিতরন গৌরীপুরে ৬’শ দুস্থ পরিবারের খাদ্যের দায়িত্ব নিলেন জরিনা খাতুন গৌরীপুরে অসহায়দের পাশে থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন গৌরীপুরে মাছের আরত ও চাষীপর্যায়ে মৎস্য মেলার উদ্বোধন গৌরীপুরে পৌরসভার উদ্যোগে ২য় পর্যায়ে শিশু খাদ্য বিতরণ গৌরীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত SHARES Matched Content দেশের খবর বিষয়: কর্মসুচীর ডিলারসহখাদ্যবান্ধবগৌরীপুরেগ্রেফতার ৩চাল বিক্রির অভিযোগে