গৌরীপুরে চাল বিক্রির অভিযোগে খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলারসহ গ্রেফতার-৩

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে কালোবাজারে চাল বিক্রির অভিযোগে খাদ্য বান্ধব কর্মসুচীর ডিলারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচীর ১৭০ কেজি চাল জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, সাব ইন্সপেক্টর মোঃ মাইনুল রেজা।

এ ঘটনায় গৌরীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার বাদী হয়ে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ওইদিন ২টি প্লাস্টিকের বস্তায় ১৭০ কেজি চাল বোকাইনগর ইউনিয়নের কালিবাড়ীর মোঃ রফিক মিয়ার ছেলে মোঃ রিয়াজ মিয়া (২০) ও লুটন রাজবরের ছেলে মহেশ রাজবর (৪৫) নিয়ে যাওয়ার সময় উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন খান তাদেরকে চালের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। ওরা দু’জন জানায় যে, খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার কালীপুর মধ্যম তরফের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ মাহবুবুর রহমান শাহিন (৪৫) ও বোকাইনগর ইউনিয়নের ইউপি সদস্য বালুচড়া গ্রামের আবু সাঈদ সাহেদের ছেলে মোঃ স্বপন মিয়ার কাছ থেকে কিনে এনেছে। এরপর পরেই পুলিশ অভিযান চালিয়ে ডিলার শাহীন, রফিক ও মহেষকে গ্রেফতার করে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, ইউপি সদস্য স্বপন মিয়ার ও ডিলার মাহবুবুর রহমান শাহিনের পরস্পর যোগসাজসে ১০টাকা কেজি মূল্যে বিতরণের চাল কালোবাজরে পাচার করে বেশি দামে বিক্রি করছিলো।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, মোঃ রিয়াজ মিয়া (২০), মহেশ রাজবর (৪৫), মাহবুবুর রহমান শাহিন (৪৫) ও মোঃ স্বপন মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তাদের মধ্যে স্বপন মিয়া ছাড়া ৩ জনকে গ্রেফতারের পর স্বপনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। ডিলার মাহবুবুর রহমান শাহীন জানান, ই্উপি সদস্য স্বপন মিয়া মহেষকে ১৮টি কার্ড দিয়ে পাঠায়। সেই কার্র্ডের চাল ক্রয় করেছে রিয়াজ। উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর জানান, ঘটনাস্থল থেকে ১৭০ কেজি চাল জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।