ঢাকা থেকে ফেরার দু’দিন পর নওগাঁয় করোনার উপসর্গ নিয়ে মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০ নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা ফেরত এক ব্যক্তি (৬০) মারা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে শহরের চকদেব জনকল্যাণ মহল্লায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তার মৃত্যুকে কেন্দ্র করে পুরো শহরে আতঙ্ক দেখা দিয়েছে। নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বলেন, ওই ব্যক্তি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। গত বুধবার (১৫ এপ্রিল) তিনি নওগাঁয় আসেন। এরপর থেকেই জ্বর-সর্দিতে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি জানার পর তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু শুক্রবার ভোরে তার মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, ওই ব্যক্তি আগে থেকেই অ্যাজমা রোগে ভুগছিলেন। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না তা নমুনা পরীক্ষার পরই জানা যাবে। তার পরিবারের সকলকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বলেন, ওই ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের সকলের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। তার মরদেহ জেলা প্রশাসকের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হয়েছে। Share this:FacebookX Related posts: নওগাঁয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নওগাঁয় ৪ কেজি গাঁজাসহ আটক-৩ নওগাঁয় গাছে গাছে আামের মুকুলের সমারোহ নওগাঁয় নারীর মৃতদেহ উদ্ধার নওগাঁয় পুলিশ সদস্য ও চিকিৎসকসহ নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত নওগাঁয় বজ্রপাতে কৃষকের মৃত্যু নওগাঁয় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নওগাঁয় এলজিএসপির রাস্তার কাজে অনিয়মের অভিযোগ নওগাঁয় করলা চাষে ভাগ্যের বদল হয়েছে কৃষক জলিলের নওগাঁয় চালের দাম না কমলেও কমেছে ধানের নওগাঁয় বৃদ্ধি পাচ্ছে রেশম চাষ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় SHARES Matched Content দেশের খবর বিষয়: করোনার উপসর্গ নিয়ে মৃত্যুঢাকা থেকেনওগাঁয়ফেরার দু’দিন পর