দিনাজপুর জেলা লকডাউন, গণবিজ্ঞপ্তি জারি

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দিনাজপুর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাত ৮ টায় জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন। রাত ১০টা থেকে লকডাউন কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম এর সভাপতিত্বে, জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুসসহ জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জেলার করোনা পরিস্থিতি নিয়ে ব্যাপক পর্যালোচনা শেষে কমিটির সদস্যরা দিনাজপুর জেলাকে লকডাউন করার সিদ্ধান্ত নেন। সভা থেকে জানানো হয়, এ পর্যন্ত দিনাজপুর জেলায় ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি হ্রাসে দিনাজপুর জেলাকে লকডাউন ঘোষণা করে, গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।