নওগাঁয় হোম কোয়ারেন্টিনে ৯২২ জন

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার ১১টি উপজেলার মধ্যে গত ২৪ ঘন্টায় ৮টি উপজেলায় নতুন করে ৩৮ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানা হয়েছে। এই ২৪ ঘন্টায় ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় ১০টি উপজেলা থেকে মোট ৯১ জনকে হোম কোয়ারেনটিন থেকে মুক্ত করে দেয়া হয়েছে।

নওগাঁ সিভিল সার্জনের দপ্তরে স্থাপিত কন্ট্রোলরুম সুত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় উপজেলা ভিত্তিক নতুন করে হোম কোয়ারেন্টিনে পাঠানোর সংখ্যা হচ্ছে রানীনগর উপজেলায় ১০ জন, আত্রাই উপজেলায় ৪ জন, বদলগাছি উপজেলায় ২ জন, পতœীতলা উপজেলায় ১ জন, ধামইরহাট উপজেলায় ৮ জন, নিয়ামতপুর উপজেলায় ৬ জন, সাপাহার উপজেলায় ১ জন এবং পোরশা উপজেলায় ৬ জন। মঙ্গলবার সকাল ১০টা থেকে বুধবার সকাল ১০ পর্যন্ত সময়ে এই নতুন ৩৮ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এই সময়ে হোম কোয়রেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন নওগাঁ সদর উপজেলায় ১৫ জন, রানীনগর উপজেলায় ৯ জন, আত্রাই উপজেলায় ৯ জন, মহাদেবপুর উপজেলায় ১৭ জন, মান্দা উপজেলায় ৮ জন, বদলগাছি উপজেলায় ১৫ জন, পতœীতল্ াউপজেলায় ৯ জন, নিয়ামতপুর উপজেলায় ২ জন, সাপাহার উপজেলায় ৬ জন এবং পোরশা উপজেলায় ১ জন।

কন্ট্রোলরুম সুত্রে জানা গেছে, এ পর্যন্ত মোট ১ হাজার ৩১২ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল। এই সময় পর্যন্ত হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৯০ জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৯২২ জন।

নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল জানিয়েছেন, করোনা রোগিদের প্রয়োজনীয় চিকিৎসা এবং সেবা প্রদানের জন্য চিকিৎসক ও নার্সদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য বিভিন্ন সরঞ্জাম সরবরাহ এসেছে। এসব সামগ্রীর মধ্যে রয়েছে পিপিই ৫০ সেট, ছোট গ্লোভস ১০০ পিচ, মাঝারী গ্লোভস ১০০ পিচ, বড় গ্লোভস ১০০ পিচ, ৫০ এমএল হেকসিসোল ১০০ বোতল, মাস্ক ২০০ পিচ, এমওপি ক্যাপ ৫০টি, গাউন ৫০ পিচ, সু-কভার ৫০ পিচ এবং চশমা ৫০টি। এসব সামগ্রী জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালসহ অন্য ১০টি উপজেলা হাসপাতালে বিতরন করা হয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ জানিয়েছেন, নওগাঁয় সেনা বাহিনীর প্রয়োজনীয় টীম এসেছে। সেনা সদস্যদের সাথে জেলা প্রশাসনের বৈঠক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সাধারন মানুষের মধ্যে সামাজিক দুরত্ব নিশ্চিতসহ করোনা প্রতিরোধে যা যা করনীয় তা প্রশাসনের সাথে সার্বিক সহযোগিতা প্রদান করবে সেনাবাহিনী।