নওগাঁয় রিকশা-ভ্যান শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, মে ২৪, ২০২০ অনলাইন ডেস্ক : নওগাঁর রাণীনগরে রিকশা ও ভ্যান শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলার পারইল পুরাতন ইউপি প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমান ঈদ সামগ্রী বিতরণ করেন। নিজস্ব অর্থায়নে দুই শতাধিক শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই ও চিনি বিতরণ করা হয়। জিল্লুর রহমান বলেন, সারা বিশ্ব বর্তমানে করোনা ভাইরাসের গ্রাসে আবদ্ধ হয়ে পড়েছে। আর কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ খেটে-খাওয়া ও দিনমজুররা। আমরা যারা সমাজে বিত্তবান আছি তারা যদি সরকারের পাশাপাশি নিজ নিজ এলাকার কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে এই সংকটময় সময়ে আমাদের দেশের কোন মানুষের ঘরেই অভাব থাকবে না। আশা রাখি এই উপহারগুলো শ্রমিকদের কিছুটা হলেও উপকারে আসবে। আগামীতেও আমার এই চেষ্টা অব্যাহত থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, পারইল ইউপি আওয়ামী লীগের সহ সভাপতি সখিন আলী সরদার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্কেল আলী, ইউপি শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছারোয়ার হোসেন, পারইল ইউনিয়ন রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মুজিবর রহমান (রঞ্জু), সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সদস্য শামছুর রহমান প্রমূখ। Share this:FacebookX Related posts: নওগাঁয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নওগাঁয় ৪ কেজি গাঁজাসহ আটক-৩ নওগাঁয় একদিনে ১৫৭ জন হোম কোয়ারেন্টাইনে, ১১৬ জনের রির্পোট নেগেটিভ নওগাঁয় বজ্রপাতে নিহত ২ নওগাঁয় নারীর মৃতদেহ উদ্ধার নওগাঁয় পুলিশ সদস্য ও চিকিৎসকসহ নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত নওগাঁয় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নওগাঁয় এলজিএসপির রাস্তার কাজে অনিয়মের অভিযোগ নওগাঁয় করলা চাষে ভাগ্যের বদল হয়েছে কৃষক জলিলের নওগাঁয় চালের দাম না কমলেও কমেছে ধানের নওগাঁয় বৃদ্ধি পাচ্ছে রেশম চাষ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় SHARES Matched Content দেশের খবর বিষয়: ঈদ উপহার বিতরণনওগাঁয়রিকশা-ভ্যান শ্রমিকদের মাঝে