নওগাঁয় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি:অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নওগাঁর দয়ালের মোড়ে সড়কের পাশে থাকা একটি বেসরকারি অ্যাম্বুলেন্স অগ্নিকাণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ ব্যবস্থা।

শুক্রবার (২১ আগস্ট) ভোরের দিকে প্রচণ্ড শব্দের পর আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেন স্থানীয়রা। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, অ্যাম্বুলেন্সের দুইটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পরই আগুন জ্বলে ওঠে। সিলিন্ডার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের ভবন। এছাড়া গাড়ির যন্ত্রাংশ উড়ে গিয়ে পাশের ভবনের কাচ ভেঙে যায় ।

প্রায় ঘণ্টাব্যাপী আগুনে অ্যাম্বুলেন্সটি ভস্মীভূত হয়ে যায়। এসময় আগুনের লেলিহান শিখায় পাশে থাকা বিদ্যুতের তার পুড়ে যায়। এতে শহরের সাতটি মহল্লায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ। তবে এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।