শ্বশুর বাড়িতে শিক্ষক খুন : খুনীদের বিচারের দাবিতে মদনে মানববন্ধন

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক ; মদন উপজেলার গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের শরীর চার্চা শিক্ষক উজ্জল চৌধুরীর খুনীদের শাস্তির দাবিতে ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার বিদ্যালয়ের পাশের সড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান, প্রধান শিক্ষক, আজিজুর রহমান, সহকারি শিক্ষক লুৎফুর রহমান, শিক্ষার্থী নুরনবী খান, সাব্বির হোসেন, লাকি আক্তার প্রমূখ। বক্তারা শিক্ষক উজ্জল চৌধুরীর খুনের সাথে জড়িতদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

উজ্জল চৌধুরী শ্বশুর বাড়ি নেত্রকোনার সদরে সিংহের বাংলা ইউনিয়নে কোণাপাড়ায় বেড়াতে গিয়ে রোববার রাতে খুন হয়। সোমবার সকালে পুলিশ শশুর বাড়ির পাশের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে। এরই প্রেক্ষিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।