হালুয়াঘাটে শ্রী শ্রী কাঁমাক্ষ্যা মাতার মন্দির কমিটির সভাপতি সুভাষ,সম্পাদক কাঞ্চন

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মুজাখালী গ্রামে অবস্থিত সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী কাঁমাক্ষ্যা মাতার মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার পৌরশহরের কেন্দ্রীয় নাটমন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত ও সাধারণ সম্পাদক অশোক সরকার অপু আনুষ্ঠানিক ভাবে কাঁমাক্ষ্যা মাতার মন্দির কমিটির সভাপতি সুভাষ দত্ত ও সাধারণ সম্পাদক কাঞ্চন কুমার সরকারকে নির্বাচিত ঘোষণা করেন।

আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি ও বর্তমান সভাপতি সম্পাদক সম্মিলিত ভাবে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। উক্ত কমিটি আগামী দুই বছর দ্বায়িত্ব পালন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কমিটির আহবায়ক মদন মোহন সরকার, যুগ্ম-আহবায়ক বিনয় কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নরেশ চন্দ্র সরকার, সহ-সাধারণ সম্পাদক চয়ন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক সমীর সরকার লিটন প্রমূখ।

এ ছাড়াও সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবীরুল ইসলাম বেগ ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম-সম্পাদক মোরর্শেদ আনোয়ার খোকন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।