বেনাপোলে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ নুরুজ্জামান শামীম ওরফে নান্টু(২৮)কে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি নুরুজ্জামান শামীম ভবারবেড় গ্রামের শাহজাহান আলীর ছেলে।

শনিবার(৭ই মার্চ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শরিফুল ইসলাম ও এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামির বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে গ্রেফতার আসামিকে পাঠানো হবে।