চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলার গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর হঠাৎপাড়া এলাকার ইলিয়াস আলীর ছেলে জয়নাল আবেদিন টিটু ও একই এলাকার খুদ্দম আলীর ছেলে সিরাজুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, সকালে রহনপুর থেকে নাচোল যাচ্ছিল ওই দুই মোটরসাইকেল আরোহী। তারা প্রসাদপুর হঠাৎপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই দুইজন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।তিনি আরও জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আনা হয়েছে। তবে ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে গেছে।