চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক (অতিঃ) সহ নতুন ২৬ জন করোনা সনাক্ত

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে এক দিনের ব্যবধানে বুধবার আরও ২৬ জনের দেহে ধরা পড়েছে করোনা ভাইরাস। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় মোট করোনা শনাক্ত রোগী হলো ৫১৮ জনে। এর আগে মঙ্গলবার রাতে চিকিৎসকসহ ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল অফিস সূত্রে জানিয়েছে, বুধবার রাতে মোট ৪১ জনের নমুনার বিপরীতে জেলা প্রশাসক (অতিঃ) দেবেন্দ্রনাথ ওঁরাও সহ ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ১৫ জন নেগেটিভ।

এর আগে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো ১৩ টি নমুনার বিপরীতে ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্ত ৫ জনের মধ্যে ১ জন চিকিৎসক রয়েছেন। তারা সবাই নাচোলের বাসিন্দা ও নাচোলে কর্মরত।

এ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে মোট আক্রান্তের মধ্যে ২২৮ জন সুস্থ্য হয়েছেন। মারা গেছে ২ নারীসহ ৮ জন। এদিকে জেলা প্রশাসন জেলাবাসীকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধও জানিয়েছেন।