তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় গ্রামছাড়া ৩০টি পরিবার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০ তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: তাহিরপুর উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের নয়নগর গ্রামে পুর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা,বাড়িঘর ভাংচুর ও হুমকির মুখে ৮দিন ধরে ৩০ টি পরিবারের শতাধিক লোকজন গ্রাম ছাড়া রয়েছে। ভুক্তভোগী পরিবারের লোকজন বলছেন, প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে দিনের বেলায় গুলি চালিয়ে আমাদের গ্রাম ছাড়ার হুমকি দিয়েছে। এতে আমাদের শিশু সন্তানরা আতংকগ্রস্থ হয়ে পড়লে বাধ্য হয়েই আমরা এখন গ্রামছাড়া। তবে প্রতিপক্ষের লোকজন বলছেন,আমরা কোন হামলা বা গুলি চালাই নি। গ্রাম ছাড়ার হুমকিও দেই নি তারা ইচ্ছে করেই গ্রাম ছাড়া রয়েছে। আজ রবিবার সরেজমিনে নয়নগর গ্রামে গিয়ে জানা যায়, গ্রামটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিগত ৪ বছর ধরে আলী আকবর,জয়নাল মিয়া,কাদির মিয়া,ছয়ফুল মিয়া গংদের সাথে আজগর আলী,হাফিজ উদ্দিন,কয়ফল উদ্দিন ও হারিছ উদ্দিন গংদের দ্বন্ধ চলমান রয়েছে। এরই জের ধরে গত ১ সপ্তাহ পুর্বে দুটি পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভর পক্ষের লোকজন আহত হয় এবং এতে ২ টি পক্ষই তাহিরপুর থানায় মামলা দায়ের করে। মামলায় ইতিমধ্যে উভয় পক্ষের একাধিক লোকজনকে আটক করেছে পুলিশ। হুমকিতে বর্তমানে গ্রাম ছাড়া রয়েছে এমন পরিবারগুলো হচ্ছে, আজগর আলী,হাফিজ উদ্দিন, জুলহাস মিয়া,ডালিম মিয়া, ফয়জল হক, জালাল মিয়া,মতি মিয়া,বিমল মিয়া, আবুল কাশেম, জসিম উদ্দিন, নুরুল আবেদীন, মাশুক মিয়া,ময়না মিয়া,হারিছ উদ্দিন, ফখর উদ্দিন, গিয়াস উদ্দিন,সাহাজ উদ্দিন,আলী আমজদ,আলী নেওয়াজ, আলী মুর্তুজা, আলীম, ফারুক, খুরশেদ, সিরাজুল, মজিবুর, হবিকুল ও শামসুল হক এর পরিবার। এ বিষয়ে আজগর আলী বলেন, প্রতিপক্ষ আলী আকবর গুলি চালিয়ে আমাদের গ্রাম ছাড়ার হুমকি দিয়েছে এ জন্য আমাদের অনেকগুলো পরিবার বর্তমানে গ্রাম ছাড়া রয়েছে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো: আতিকুর রহমান বলেন, নয়নগর গ্রামের সংঘর্ষকে কেন্দ্র করে উভয় পক্ষের মামলা নেওয়া হয়েছে। মামলার প্রেক্ষিতে কয়েকজনকে আটক করা হয়েছে। তাছড়া নিরাপত্তার স্বার্থে প্রতিদিনই গ্রামে পুলিশ পাঠানো হচ্ছে। Share this:FacebookX Related posts: তাহিরপুরে যুবগোষ্ঠীকে দেশের উন্নয়নে গড়ে তুলার লক্ষ্যে আলোচনা সভা তাহিরপুরে নারী নেতৃত্ব হস্থান্তর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত তাহিরপুরে কারিগরি প্রশিক্ষনের উদ্বোধন করন সভা অনুষ্ঠিত তাহিরপুরে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলা প্রশাসক-আব্দুল আহাদ তাহিরপুরে ৪ লাখ রুপি সহ হুন্ডি ব্যবসায়ী আটক করোনা ভাইরাস আতঙ্কে তাহিরপুরে ওরস ও পনতীর্থে স্নানযাত্রা উৎসব বন্ধ তাহিরপুরে হোম কোয়ারেন্টিনে থাকা সাত সদস্যের বাড়িতে রাতে খাদ্য দিলেন –ওসি তাহিরপুরে সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ত্রাণ বিতরণ তাহিরপুরে নিম্ন আয়ের ১১ শত পরিবারে খাদ্য সহয়তা তাহিরপুরে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু তাহিরপুরে আশা’র ত্রাণ সামগ্রী বিতরণ তাহিরপুরে সাংবাদিকদের পিপিই দিলেন ইউএনও-বিজেন ব্যানার্জী SHARES Matched Content দেশের খবর বিষয়: গ্রামছাড়া ৩০টি পরিবারতাহিরপুরেপ্রতিপক্ষের হামলায়