চাঁপাইনবাবগঞ্জে সূর্যোদয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্বোধন

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : সূর্যোদয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শহরের উপর রাজারামপুর এলাকার সিসিডিবি অফিসের সামনের ভবনের তৃতীয় তলায় এর উদ্বোধন ও পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সূর্যোদয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. ফেরদৌস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সূর্যোদয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মঞ্জুয়ারা পারভীন, নিরাময় কেন্দ্রের নূরে আলম সিদ্দিকী, মাসুদ রানা, মাসুদ পারভেজ, সাফিনুল ইসলামসহ অন্যান্যরা। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিভিন্ন করনীয় নিয়ে আলোচনা করেন।

এসময় সূর্যোদয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ শাখা জেলার মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন বক্তারা। এর আগে ফিতা কেটে সূর্যোদয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে মাহফিল শেষে দেশ ও জাতি এবং মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মঙ্গল কামনায় দোয়া করা হয়।