চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীদের উপর প্রভাবশালী মহলের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০ ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জে আদিবাসীদের উপর প্রভাবশালী মহলের হামলা, মামলা, নির্যাতন, জমি থেকে উচ্ছেদ ও পুকুর দখল এবং পুলিশী হয়রানির অভিযোগ করে আসছে আদিবাসী নেতারা। আর এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে নির্যাতিত টংপাড়া গ্রামের আদিবাসীরা। শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল-আমনুরা সড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে টংপাড়া গ্রামে প্রতিবাদ সমাবেশ করেন তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, শতবছর ধরে জেলার নাচোল উপজেলার টংপাড়ায় খাস জমিতে বসবাস করে আসছে রাজোয়াড় সম্প্রদায়ের আদিবাসীরা। কিন্তু তরিকুল ইসলাম টি ইসলাম গং সেখান থেকে তাদের উচ্ছেদে দীর্ঘদিন ধরেই নানা ষড়যন্ত্র, হামলা, মামলা, নির্যাতন, শ্লীতাহানি এবং পুকুর দখলের চেষ্টা চালিয়ে আসছে। কর্মসূচিতে রাজোয়াড় আদিবাসীদের উপর ১৭ টি মিথ্যা মামলার সুষ্ঠ তদন্ত ও দ্রুত প্রতিবেদন দাখিলের দাবিও জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, চলতি বছরের ২৩ মে কাঞ্চনা রাজোয়াড়কে তুলে নিয়ে শ্লীতাহানির চেষ্টা করা হয়। ২৫ জুন আদিবাসী নেতা বিশ্বনাথ মাহাতো ও বঙ্গপাল সর্দারের উপর ধারলো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। আর এসব ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। বক্তারা, অনতিবিলম্বে তরিকুল ইসলাম টি ইসলাম গংদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে, আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়াড়, আদিবাসী মুক্তি মোর্চার সভাপতি বিশ^নাথ মাহাতো, আদিবাসী গবেষক মাযহারুল ইসলাম, বাসদ নেতা জয়নাল আবেদীন মুকুল ও বঙ্গপাল সরদার। Share this:FacebookX Related posts: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাতৃদিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাস্কের দাম বেশি নেয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে সেনাবাহিনী চাঁপাইনবাবগঞ্জে ২২৬ বস্তা সরকারি চাল মজুদের দায়ে আটক-৭ চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে র্র্যাবের হাতে গ্রেপ্তার ৭ চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক (অতিঃ) সহ নতুন ২৬ জন করোনা সনাক্ত চাঁপাইনবাবগঞ্জে আনসার-আল-ইসলামের ৩ সদস্য আটক চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের দূর্গাপূজার আগমনী বার্তা, করোনা’র কারনে বাড়তি সতর্কতা চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ চাঁন ও কিরন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সূর্যোদয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্বোধন SHARES Matched Content দেশের খবর বিষয়: আদিবাসীদের উপরচাঁপাইনবাবগঞ্জেপ্রতিবাদে বিক্ষোভপ্রভাবশালী মহলের নির্যাতনের