চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় হারুন অর রশিদ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হারুন অর রশিদ শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর বাহাদুর মোড়লটোলা গ্রামের মৃত সেরাজুল ইসলামের ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, ধর্ষণের অভিযোগে সোমবার রাতে হারুন অর রশিদের বিরুদ্ধে স্কুল ছাত্রীটির বাবা মামলা করেন। এর পরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। স্কুলছাত্রীটির ডাক্তারি পরীক্ষার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।