হালুয়াঘাটে সড়ক দূর্ঘটনায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন; কান্না থামছে না স্বজনদের

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০
হালুয়াঘাটে সড়ক দূর্ঘটনায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন; কান্না থামছে না স্বজনদের

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটনায় নিহত ৪ পরিবারে কান্না থামছেই না। মরদেহগুলো গ্রামে পৌঁছার পর হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে শনিবার অপরাহ্নে নিজ গ্রামে দু’দফা জানাজা শেষে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দূর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার বিলডোরা ইউনিয়নের রহেলা গ্রামের নূর ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২০) ও নজরুল ইসলামের ছেলে সাকিব (২০) এবং একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সোহাগ মিয়ার ছেলে মিজানুর রহমান (২৫)। এছাড়া একই উপজেলার নড়াইল ইউনিয়নের বাঘমার গ্রামের নূর ইসলামের ছেলে সজিব (১৮)। নিহতরা সবাই ব্যাটারীচালিত অটোরিক্সার যাত্রী ছিলেন।

সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনায় শোকে পরিণত হয়েছে নিহতের গ্রামগুলোতে। সবাই নিহতদের মরদেহ শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন । স্বজন ও এলাকাবাসীর আহাজারীতে ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ। যারা মৃতদেহ দেখতে যাচ্ছেন তারাও ধরে রাখতে পারছেন না নিজেদের চোখের পানি। দূর্ঘটনায় নিহত বাঘমার গ্রামের সজিবের অসুস্থ পিতা আর মাতা আনোয়ারা খাতুন বারবার মূর্ছা যাচ্ছিলেন। তাদেরকে শান্তনা দেওয়ার ভাষা যেন হারিয়ে ফেলেছেন গ্রামবাসীও।

best online newspaper

হালুয়াঘাটে সড়ক দূর্ঘটনায় নিহত ৪ জন


অন্যদিকে অকালে চলে যাওয়া আরিফুলের বাবা নূর ইসলাম অনেকটাই বাকরুদ্ধ। শুধু ফ্যালফ্যাল করে চেয়েছিলেন বাড়িতে আসা মানুষের মুখের দিকে। নিশ্চিন্তপুর গ্রামের মিজানুর রহমানের মা নাড়ীছেড়া সন্তানের কথা মনে করতেই মাটি চাপড়ে বার বার অচেতন হয়ে পড়ছেন। নিহতের পরিবারগুলোর আহাজারী কিভাবে থামবে তা জানে না কেউ।

স্থানীয়রা জানান, নিহতরা সবাই একে অপরের বন্ধু ও স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থী। হঠাৎ তাদের চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে ৩ গ্রামের মানুষের। আমরা খুবই মর্মাহত ও শোকাহত, ভাষায় প্রকাশ করার নয়। এমন মৃত্যুতে পরিবারগুলোকে কোন সান্তনা দিতে পাচ্ছি না।

জানাজায় অংশ গ্রহণ শেষে নিহতদের বাড়িতে স্বজনদের শান্তনা দিতে যান হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ) সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স, ফুলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার আকন্দ, হালুয়াঘাট উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্জ আলী আজগর, যুগ্ম আহবায়ক আলহাজ্জ সালমান ওমর রুবেল, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন সহ আরো অনেকে।

best online newspaper

হালুয়াঘাটে সড়ক দূর্ঘটনায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন


এ সময় উপজেলা প্রশাসন ও জাতীয়তাবাদী দল’র (বিএনপি) পক্ষ থেকে নিহত ও আহতদের প্রত্যেক পরিবার কে আর্থিক সহযোগিতা প্রদানের প্রতিশ্র“তি প্রদান করেন।

উল্লেখ যে, ২১ ফেব্র“য়ারী শুক্রবার বিকেলে পৌরশহরে উপজেলা বিএনপি’র আহব্বানে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় যোগ দিতে গিয়ে রঘুনাথপুর নামকস্থানে হালুয়াঘাট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ইমাম ট্রেইলওয়েজ লিঃ (ঢাকা মেট্রো-ব ১৫-৩৪৬৫) পরিবহনের সাথে আলিশা বাজার থেকে ছেড়ে আসা ব্যাটারীচালিত অটোরিক্সার সংঘর্ষে নিভে যায় চারটি তরতাজা প্রাণ।