নাইখাইন প্রাথমিক বিদ্যালয়ে সমাজ সেবক দিদারুল আলমের শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ- পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে নাইখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭ জানুয়ারি দুপুরে বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ সেবক ও পটিয়া পৌরসভা মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাইখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয়ন বডুয়া, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটির পটিয়ার সমন্বয়ক জাফরুল ইসলাম,সমন্বয়ক মোহাম্মদ নাছির উদ্দীন,আওয়ামীলীগ নেতা শফিকুল আজম খোকন,ব্যাবসায়ী নুর মোহাম্মদ, সহ স্কুলের শিক্ষক শিকার্থীরা উপস্থিত ছিলেন।

সমাজ সেবক দিদারুল আলম বলেন সুন্দর সমাজ বিনির্মানে লেখা পড়ার বিকল্প নেই, তাই প্রত্যেক পিতা- মাতা তাদের সন্তানের সচেতন ভাবে খেয়াল রেখে সুশিক্ষাই শিক্ষিত করে তুলতে হবে।